Friday, September 5, 2025
HomeScrollমহাকুম্ভে পদপিষ্ট হওয়ায় ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মহাকুম্ভে পদপিষ্ট হওয়ায় ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা: প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভে মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নান উৎসবের দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে পদপিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আহত হয়েছেন অনেকে। প্রায় ৮ কোটি তীর্থযাত্রী বর্তমানে প্রয়াগরাজে রয়েছেন। গতকাল ভোররাতে প্রায় ৫.৫ কোটি তীর্থযাত্রী পবিত্র স্নান করেছিলেন। তখনই ভিড় ও হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন ১৭জন।

এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মহাকুম্ভে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো
হয়েছে র‌্যাফ। মঙ্গলবার ৫ কোটি পুণ্যার্থী স্নান করেছেন মহাকুম্ভে। মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ৩ কোটি পুণ্যার্থী স্নান করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

আরও পড়ুন:

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখছেন, ‘গঙ্গাসাগরের আয়োজন করে আমি শিখেছি, ভিড় করে পুণ্য অর্জন করতে আসা মানুষদের জীবন যেখানে জড়িয়ে আছে, সেখানে পরিকল্পনা আর ব্যবস্থাপনাই শেষ কথা।’

দেখুন আরও খবর:

Read More

Latest News